নারায়ণগঞ্জে জামায়াতের সঙ্গে সংঘর্ষ, পুলিশসহ আহত ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষে শুক্রবার পুলিশসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মজিবুল হক পলাশ, নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2013, 11:25 AM
Updated : 1 March 2013, 11:25 AM

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৮ রাউন্ড গুলি বর্ষণ করে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জুমার নামাজের পর উপজেলা সদরের কয়েকটি স্থান থেকে মিছিল বের করার চেষ্টা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়। বিকেল ৪টার দিকে আবারো জামায়াত-শিবির নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এ সময় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশের কনস্টেবল রিপনসহ অন্তত ৫ জন আহত হন। পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসময় কাজল, শাহ আলম ও নুরু মিয়া নামে তিন জনকে আটক করে পুলিশ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ নজরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক।