বগুড়ায় পুলিশের মামলায় আসামি ২ হাজার

বগুড়ায় বৃহস্পতিবার ডাকা হরতাল চলাকালে পুলিশের উপর হামলা, মারপিট ও অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় জামায়াতে ইসলামীর দুই হাজারেরও বেশি নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2013, 03:14 AM
Updated : 1 March 2013, 03:14 AM

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেন। এজাহারে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, ধর্মান্তরিত করাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে জামায়াত ইসলামী নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এ রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল করে জামায়াত।

হরতাল চলাকালে সকালে বগুড়া শহরের নিশ্চিতপুর এলাকায় জামায়াত কর্মীদের হামলায় এসআই আজমলসহ ৬ পুলিশ সদস্য আহত হন। হরতালকারীরা তাদের অস্ত্রও লুটে নেয়।

পরে পুলিশের অভিযানে খোয়া যাওয়া অস্ত্র উদ্ধার করা হয় বলে বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম জানান।

গুরুতর আহত আজমলকে শুক্রবার দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।