সীতাকুণ্ডে গাড়িতে আগুন, তীব্র যানজট

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুটি গাড়িতে আগুন দিয়ে বেশ কিছু যানবাহন ভাংচুর করেছে শিবির কর্মীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2013, 01:52 AM
Updated : 1 March 2013, 01:55 AM
দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর টানা দ্বিতীয় দিনের মতো তাদের এই তাণ্ডবে ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ওয়াপদা গেইটে একটি কভার্ড ভ্যানে এবং এর ঘণ্টাখানেক পর বাইপাস এলাকায় একটি ট্রাকে আগুন দেয় শিবির কর্মীরা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, কভার্ড ভ্যানটিতে আগুন দেয়ার পর শিবির কর্মীরা এলাকাটি ঘেরাও করে রাখে এবং ফায়ার ব্রিগেড কর্মীদের ঘটনাস্থলে যেতে বাধা দেয়। পরে পুলিশ এসে শিবির কর্মীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়ার দেশের বিভিন্ন স্থানে সহিংসতা শুরু করে জামায়াত-শিবির কর্মীরা। চট্টগ্রাম ও সিতাকুণ্ডেও তারা পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়।