গাইবান্ধায় ফাঁড়ি লুট, ৩ পুলিশসহ নিহত ৬

দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ে ক্ষুব্ধ জামায়াত-শিবিরকর্মীদের হামলায় গাইবান্ধার সুন্দরগঞ্জে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে নিহত হয়েছেন আরো তিনজন, যারা জামায়াতকর্মী বলে দলটির দাবি।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2013, 06:19 AM
Updated : 28 Feb 2013, 09:37 AM

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেয়ার পর বিকালে জামায়াত-শিবিরকর্মীরা সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেল স্টেশনে হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

এরপরই সংঘর্ষ বেঁধে যায় বলে স্থানীয়রা জানায়। সংঘর্ষের এক পর্যায়ে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।

নিহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল বাবলু মিয়া, নাজিম উদ্দিন ও হজরত আলী।

পুলিশ ফাঁড়িতে পিটিয়েই তাদের মারা হয় বলে গাইবান্ধার পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন, “ফাঁড়ির বিভিন্ন জিনিসপত্র লুট হলেও কোনো অস্ত্র খোয়া যায়নি।”

নিহত অন্য তিনজনের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তারা জামায়াতকর্মী বলে দলটির নেতাদের দাবি।

স্থানীয়রা জানায়, জামায়াত-শিবিরকর্মীরা বামনডাঙ্গা রেল স্টেশনে ঢুকে প্রথমে লাইন উপড়ে ফেলে।

বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু হানিফ বলেন, স্টেশন এলাকায় গেলে জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের ওপর গুলি চালালে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।

এক পর্যায়ে পুলিশের গুলি শেষ হয়ে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে ধাওয়া করে। পুলিশ সদস্যরা পিছু হটে বামনডাঙ্গা পুলিশ ফাঁড়িতে অবস্থান নেয়।

তখন জামায়াত-শিবিরকর্মীরা ফাঁড়িতে হামলা চালিয়ে পুলিশ সদস্যদের বেদম পেটায় বলে স্থানীয়রা জানায়।

ফাঁড়ির তিন পুলিশ সদস্য নিহত হওয়া ছাড়াও পাঁচজন আহত হন। 

সুন্দরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়, আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানেও আগুন দেয়া হয়।

উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ ভবন ভাংচুর এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের বাড়িতেও আগুন ধরানো হয়।

এদিকে ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ীর মহেশপুর, সাদুল্লাপুরের গোসাইজানি ব্রিজ এলাকা এবং গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের অধিকাংশ এলাকায় জামায়াত-শিবিরকর্মীরা অবস্থান নিয়ে সড়কের গাছ কেটে রাস্তা অবরোধ করায় জেলা সদরের সাথে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার এবং ঢাকার সাথে গাইবান্ধার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।