সাংবাদিক কাজী জাফরুল আর নেই

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সভাপতি ও দৈনিক আজাদীর সাবেক বার্তা সম্পাদক কাজী জাফরুল ইসলাম মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2013, 04:01 AM
Updated : 26 Feb 2013, 04:01 AM

মঙ্গলবার ভোর ৬টার দিকে নগরীর মোমিন রোডের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বৃহত্তর চট্টগ্রামের সব প্রগতিশলীল আন্দোলনের অগ্রসৈনিক জাফরুল দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন বলে আজাদীর সহকারী সম্পাদক সিদ্দিক আহমেদ জানান।

তার বয়স হয়েছিল ৭৩ বছর। দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রী রয়েছে তার।

জাফরুলের বাড়ি মিরসরাই উপজেলার উত্তর হাইদকান্দি গ্রামে। মঙ্গলবার বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

কাজী জাফরুল ইসলাম ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি, বৃহত্তর চট্টগ্রামের সভাপতি, খেলাঘর চট্টগ্রাম মহানগরীর সাবেক সভাপতি, সিইউজের সাবেক সভাপতি ও  বিএফইউজের সাবেক সহ-সভাপতি।

স্বাধীনতার আগে থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন তিনি। পেশা থেকে অবসর নেয়ার আগ পর্যন্ত চট্টগ্রামের ঐতিহ্যবাহী দৈনিক আজাদীর বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

বাষট্টির শিক্ষা আন্দোলনের অন্যতম সংগঠক কাজী জাফরুল ইসলাম সে বছর চট্টগ্রামে প্রথম শহীদ মিনার নির্মাণের ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন।

সাংবাদিকদের জীবনমান উন্নয়নের জন্য  আজীবন লড়াই করেছেন কাজী জাফরুল। এর বাইরে বিভিন্ন বিষয়ে তার লেখা বেশ কয়েকটি গ্রন্থও রয়েছে। 

কাজী জাফরুল ইসলামের মৃত্যুতে পৃথক বিবৃতিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, খেলাঘর চট্টগ্রাম মহানগরী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।