‘হিন্দুরা ষড়যন্ত্রকারী, শেখ মুজিব রাষ্ট্রদ্রোহী’

মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামীর তৎকালীন আমির গোলাম আযম পরাধীন বাংলাদেশের হিন্দুদের ‘ষড়যন্ত্রকারী’ হিসেবে আখ্যা দিয়েছিলেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2013, 12:53 PM
Updated : 25 Feb 2013, 12:53 PM

১৯৭১ সালের ৬ অগাস্ট কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শান্তি কমিটির এক সভায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘রাষ্ট্রদোহী’ বলেও উল্লেখ করেন বলে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দলিল তুলে ধরা হয়েছে।

সোমবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর সুলতান মাহমুদ যুক্তিতর্ক উপস্থাপনের সময় এই তথ্য উপস্থাপন করেন।

মুক্তিযুদ্ধের সময় পত্রপত্রিকায় প্রকাশিত পাকিস্তানের পক্ষে গোলাম আযমের দেয়া বিভিন্ন বক্তব্য উপস্থাপন করেন তিনি।

পাকিস্তানি বাহিনীর সহায়তাকারী জামায়াতের আমির গোলাম আযম ওই সময় দেশের বিভিন্ন এলাকা সফর করছিলেন।

একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গোলাম আযমের বিরুদ্ধে সোমবার ৬ষ্ঠ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের অনুপস্থিতিতে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক শুনানি করেন।
মানবতাবিরোধী পাঁচ ধরনের অপরাধের ৬১টি অভিযোগে অভিযুক্ত করে গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল।