সিলেটে ইবনে সিনার ওষুধ বর্জন

জামায়াতে ইসলামী সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের ওষুধ বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন সিলেটের ইন্টার্নি চিকৎসকরা।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2013, 03:51 AM
Updated : 18 Feb 2013, 03:51 AM

ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশনের সিলেট শাখার সভাপতি মোশাররফ হোসেন বলেন, রোববার রাতে তাদের এক বৈঠকে ইবনে সিনার ওষুধ বর্জনের এই সিদ্ধান্ত হয়।  এখন থেকে ইবনে সিনার কোনো ওষুধ ব্যবস্থাপত্রে না লেখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে জামায়াত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও পণ্য বর্জনের যে ডাক দেওয়া হয়েছে তার প্রতি সংহতি জানিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান তিনি।

যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার মীর কাশেম আলী ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য। এই প্রতিষ্ঠানের বিপণন বিষয়ক পরিচালকের দায়িত্বে রয়েছেন তিনি।