সোনার বাংলা ব্লগ বন্ধ করলো বিটিআরসি

ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যার প্রেক্ষাপটে আন্দোলনকারীদের দাবির মুখে সোনার বাংলা ব্লগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2013, 11:11 AM
Updated : 16 Feb 2013, 11:12 AM
সোনার বাংলা নামের এই ব্লগটি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা পরিচালনা করে আসছিল।

বিটিআরসির সহকারী পারিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান বিডিনিউজ টোযেন্টিফোর ডটকমকে বলেন, শনিবার  দুপুরে ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে।

এরই মধ্যে দেশের সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে  (আইআইজি) এই বাংলা ব্লগটি বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।”

সোনার বাংলা ব্লগে একটি পোস্টে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল বলে ব্লগাররা জানান।

স্থপতি রাজীবকে শুক্রবার রাতে মিরপুরের পলাশ নগরে তার বাড়ির সামনেইই কুপিয়ে হত্যা করা হয়, যিনি শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

বেশ কিছুদিন ধরেই তার লেখনিতে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার ছিলেন।