কুড়িগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত

কুড়িগ্রামের ফুলবাড়ীয়ায় শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2013, 03:48 AM
Updated : 16 Feb 2013, 03:48 AM

ভারতের কুরশারহাট ক্যাম্পের কাছে এই ঘটনা ঘটে।নিহত মোখছেদুল (২২) ফুলবাড়ী ডিগ্রি কলেজের ছাত্র।তিনি উপজেলার বিদ্যাবাগিস গ্রামের আবুল হোসেনের ছেলে বলে জানান ফুলবাড়ী থানার ওসি নাসির উদ্দিন।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গঙ্গারহাট ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার রফিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার  ৯৩৯ এর পাশ দিয়ে গরু পাচার কাজে সহযোগিতা করছিল মোখছেদুল।এ সময় টহলরত বিএসএফ জোয়ানরা তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ে।

ডান পায়ে গুলিবিদ্ধ মোখছেদুলকে তার সঙ্গীরা প্রথমে ফুলবাড়ী হাসপাতাল এবং পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান।

অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অবস্থার আরো অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।

বিজিবি কাশীপুর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বলেন, এর প্রতিবাদ জানিয়ে বিএসএফ’র সেউটি-২ কোম্পানি কমান্ডারের কাছে পত্র দেয়া হয়েছে।