রাজশাহীতে ৮ জামায়াত-শিবির কর্মীকে গণপিটুনি

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে রাজশাহীর চারঘাটে মিছিল বের করলে জামায়াত-শিবিরকর্মীকে গণপিটুনি দেয় স্থানীয় জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2013, 08:25 AM
Updated : 7 Feb 2013, 08:28 AM
বুধবার বিকাল পাঁচটার দিকে চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

এ ছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া মিছিল বের করায় জামায়াত-শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পাঁচটার দিকে চারঘাট বাজার চৌরাস্তার মোড়ে বিভিন্ন এলাকা থেকে আসা জামায়াত-শিবিরকর্মীরা সমাবেত হয়ে বিক্ষোভ মিছিল করার জন্য স্লোগান দিতে শুরু করে।

এ সময় স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া দেয়।

এক পর্যায়ে বাজারের চারিদিক থেকে জনতা এসে তাদের ঘিরে ফেলে। এতে মিছিলকারী ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিক দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীকে পিটুনি দিয়ে পুলিশে দেয় তারা।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্সী মনিরুজ্জামান বলেন, তারা মিছিল সমাবেশ করার জন্য তার কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।

নাশকতার উদ্দেশ্যে জোর করে বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করলে ক্ষুব্ধ জনতা তাদের ধরে পুলিশে দিয়েছে বলেও জানান তিনি।

চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক খান বলেন, যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি না হওয়ায় মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এরই মধ্যে জামায়াত-শিবিরের স্লোগান শুনে ক্ষুব্ধ জনতা তাদের ধাওয়া করে এবং আট জনকে আটক করে গণধোলাই দেয়।

এ সময় পুলিশ তাদের জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান তিনি।