জামায়াতের হামলা: চার মামলায় আসামি সহস্রাধিক

রাজধানীতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের হামলা-ভাংচুরের ঘটনায় ৭৭ জনের নাম উল্লেখ করে এক হাজারের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2013, 11:19 PM
Updated : 29 Jan 2013, 00:22 AM

সোমবার রাতে মতিঝিল ও পল্টন থানায় এই চারটি মামলা দায়ের করা হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসআই বেলায়েত হোসেন ও এসআই সুমন চন্দ্র দে বাদি হয়ে দুটি মামলা করেন।

এ দুই মামলার এজাহারে যে ৬০ জনের নাম উল্লেখ আছে, তাদের মধ্যে ৩০ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে হাবিব জানান। এর বাইরেও অজ্ঞাত পরিচয় চার/পাঁচশ লোককে আসামি করা হয়েছে দুই মামলায়।

আর পল্টন থানায় দুটি মামলা করেছেন এসআই বাবুল হোসেন ও এসআই আবদুল জলিল।

এ দুই মামলার এজাহারে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে এসআই বাবুল হোসেন জানান।

এর বাইরেও দুই মামলায় অজ্ঞাতপরিচয় পাঁচ/ছয়শ’ লোককে আসমি করা হয়েছে বলে জানান তিনি।

সবগুলো মামলাই করা হয়েছে দ্রুত বিচার আইনে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় হামলা ও ভাংচুর চালায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।

মতিঝিলে পুলিশের ওপর অতর্কিতে হামলায় মতিঝিল থানার ওসি হায়াতুজ্জামানসহ অন্তত ২১ পুলিশ সদস্য আহত হন।

এ সময় পাঁচটি গাড়িতে আগুন দেয়া হয়। দুই শতাধিক গাড়ি ভাংচুর করে শিবিরকর্মীরা।