মালয়শিয়া পাঠাতে পৌনে ১২ হাজার নির্বাচিত

মালয়শিয়া যেতে নিবন্ধনকারীদের মধ্যে প্রথম ধাপে ১১ হাজার ৭৫৮ জন নির্বাচিত হয়েছেন।

ফয়জুল সিদ্দিকীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2013, 04:34 AM
Updated : 23 Jan 2013, 05:20 AM

বুধবার বিকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে লটারির মাধ্যমে এদের নির্বাচিত করা হয়েছে।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, লটারিতে চূড়ান্তভাবে নির্বাচিত সবাইকে রেজিস্ট্রেশনের সময় দেয়া মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে নির্বাচিত হওয়ার কথা জানিয়ে দেয়া হবে।

এই কর্মীরা আগামী মার্চের প্রথম সপ্তাহে মালয়শিয়ায় যাওয়ার সুযোগ পাবেন বলে জানান তিনি।

নির্বাচিতদের তালিকা www.g2g.bmet.gov.bd এই ওয়েবসাইটেও পাওয়া যাবে।

ঢাকা বিভাগের ৩৬৪৬, চট্টগ্রামের ২২৮৭, রাজশাহীর ১৫৫১, রংপুরের ১৩৬২, বরিশালের ৭৬১, খুলনার ১২৭৯, সিলেটের ৮৭৩ জন নির্বাচিত হয়েছেন।

পাঁচ বছর বন্ধ থাকার পর মালয়শিয়ায় কর্মী পাঠাতে গত ২২ অক্টোবর দুই দেশের সরকারের চুক্তি হয়। এবার শুধু সরকারি পর্যায়েই কর্মী নেয়া হচ্ছে।

খন্দকার মোশাররফ বলেন, “মালয়শিয়ায় মোট ৩০ হাজার কর্মী পাঠানো হবে। প্রথম ধাপে ১০ হাজার যাবে, বাকি ২০ হাজার পরবর্তীতে যাবে।”

সরকারি ব্যবস্থাপনায় মালয়শিয়ায় শ্রমিক হিসেবে কাজ করতে যেতে আগ্রহী ব্যক্তিদের মধ্য থেকে ইতোমধ্যে অনলাইনে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল ।

মালয়শিয়া যেতে আগ্রহীদের প্রথমে নিবন্ধন করতে হয়েছিল। গত ১৩ জানুয়ারি ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়।

সারাদেশের ৬৪ জেলা থেকে মোট ১৪ লাখ ৩৫ হাজার ৪৩৬ জন আবেদন করেন।