বাংলাদেশ ব্যাংক এবার ময়মনসিংহে

ময়মনসিংহে যাত্রা শুরু হল বাংলাদেশ ব্যাংকের।

ময়মনসিংহ, প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2013, 05:37 AM
Updated : 16 Jan 2013, 09:39 AM

বুধবার সকালে শহরের দুর্গাবাড়ি রোডে গভর্নর আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের এই দশম কার্যালয় উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে আতিউর রহমান বলেন, শিল্প, বাণিজ্য ও কৃষির সম্প্রসারণের সঙ্গে সঙ্গে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পেয়েছে। লেনদেন বাড়ায় বেড়েছে মুদ্রার চাহিদা।

“বিভিন্ন  সীমাবদ্ধতার কারণে রাজধানীর দুটি কার্যালয় থেকে ক্রমবর্ধমান চাহিদা মেটানো সম্ভব হয় না। তাই বৃহত্তর ময়মনসিংহের ছয়টি জেলার কেন্দ্রস্থল হিসেবে এ শহরকে নতুন শাখার জন্য বেছে নেয়া হয়েছে,” যোগ করেন গভর্নর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের সদস্য ড. এম এ সাত্তার মন্ডল, জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি ইকরামুল হক।

ঢাকার মতিঝিলে রয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়। এছাড়া সদরঘাট (ঢাকা), বরিশাল, খুলনা, সিলেট, বগুড়া, রাজশাহী, রংপুর ও চট্টগ্রামে ব্যাংকটির একটি করে কার্যালয় রয়েছে।