সাহিত্যিক-গবেষক আবদুশ শাকুর নেই

কথাসাহিত্যিক, গবেষক ও সাবেক সরকারি কর্মকর্তা আবদুশ শাকুর মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2013, 09:42 AM
Updated : 15 Jan 2013, 09:57 AM

বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার বিকালে ধানমন্ডিতে নিজের বাড়িতে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৭২ বছর।  

সাহিতিকের একমাত্র ছেলে ডা. ইশতিয়াক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাবা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন।বিকাল ৪টায় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন তিনি।”

প্রবাসী মেয়ে দেশে ফেরার পর শুক্রবার তার দাফনের বিষয়ে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান ইশতিয়াক।

আবদুশ শাকুরের জন্ম ১৯৪১ সালের ২৫ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার সুধারাম থানার রামশ্বেরপুর গ্রামে।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে হল্যান্ডের আইএসএস থেকে অর্থবিজ্ঞানে এমএস করেন তিনি।

প্রথমে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করলেও পরে সরকারি চাকরিতে যোগ দেন তিনি। সচিব হিসেবে তিনি অবসরে যান।

আবদুশ শাকুরের প্রকাশতি উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে- গোলাপ সংগ্রহ (পুষ্পবষিয়ক গবষেণামূলক প্রবন্ধ গ্রন্থ), সংগীত সংগীত (সংগীতবষিয়ক গবষেণামূলক প্রবন্ধ গ্রন্থ), মহান শ্রোতা (শাস্ত্রীয় সংগীতর্চচামূলক প্রবন্ধ গ্রন্থ), আঘাত (ছোটগল্প), ভাষা ও সাহত্যি (প্রবন্ধ গ্রন্থ), সমাজ ও সমাজবিজ্ঞান (প্রবন্ধ গ্রন্থ), পরম্পরাহীন রবীন্দ্রনাথ, সংগীত বিচিত্রা ইত্যাদি।