ব্লগার আসিফ মহিউদ্দীন ছুরিকাহত

রাজধানীর উত্তরায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন ব্লগার আসিফ মহিউদ্দীন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2013, 11:27 AM
Updated : 18 Jan 2013, 10:02 PM

ঘাড়ে ও পিটে পাঁচটি আঘাত নিয়ে তিনি উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

ফাইল ছবি

সোমবার রাত ১০টার দিকে ১১ সেক্টরের গরীব-ই নেওয়াজ সড়কে আসিফের ওপর হামলা হয় বলে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আসিফকে উদ্ধৃত করে জানিয়েছেন।

কারা এই হামলা করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। পুলিশও ঘটনাটি জানে না বলে জানিয়েছে।

মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎক গোলাম সরওয়ার রাত সোয়া ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসিফের ঘাড়ে ও পিঠে পাঁচটি ছুরিকাঘাত রয়েছে। ঘাড়ের আঘাতগুলো গভীর। এজন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

এরপর আসিফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আসিফ চিকিৎসকদের জানিয়েছেন, তিনি গরীব-ই নেওয়াজ সড়কে নিজের কার্যালয় থেকে বের হওয়ার পর পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়।

এই বিষয়ে যোগাযোগ করা হলে উত্তরা (পশ্চিম) থানার ওসি খন্দকার রেজাউল ইসলাম রাত পৌনে ১১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর আসেনি।”

তবে তিনি খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান ওসি।