ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের মৃত্যুদণ্ড

রাজধানীর মিরপুরে দুই গার্মেন্টকর্মীকে ধর্ষণ এবং একজনকে হত্যার দায়ে কারখানা মালিকসহ দুইজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2013, 02:13 AM
Updated : 14 Jan 2013, 03:15 AM

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর ভারপ্রাপ্ত বিচারক সাদেকুর রহমান তালুকদার সোমবার এ রায় দেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দুই আসামি হলেন- মিরপুরের এস নাহার গার্মেন্টের মালিক মো. নজরুল ইসলাম এবং তার সহযোগী মো. মোস্তফা। তারা দুজনেই বর্তমানে পলাতক।

দুই আসামিকে ২০ লাখ টাকা করে জরিমানাও করেছেন বিচারক।

মামলার নথি থেকে জানা যায়, কেনাকাটা করে দেয়ার নাম করে ২০০৬ সালের ১৮ অক্টোবর দুই গার্মেন্টকর্মীকে মিরপুরের পাইকপাড়ায় নজরুলের বাসায় নিয়ে যায় মোস্তাফা। সেখানে দুজনকে আটকে রেখে ধর্ষণ করে দুই আসামি।

বিউটি বিষয়টি সবাইকে জানিয়ে দেয়ার কথা বললে তাকে হত্যার পর সাত টুকরা করে মিরপুরের বিভিন্নস্থানে ফেলে দেয়া হয় লাশ। ঘটনাটি জানার পর বিউটির একটি খণ্ডিত পা উদ্ধার করে পুলিশ।

পরদিন মিরপুর থানার উপ পরিদর্শক মো. হামিদুল হক বাদি হয়ে নজরুল ও মোস্তফাকে আসামি করে মামলা করেন।

সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌসুঁলি আলী আসগর জানান, ঘটনার পর পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করলেও হাইকোর্টে মিথ্যা তথ্য দিয়ে জামিন নিয়ে তারা পালিয়ে যায়।