শিশু তারিন হত্যাকারীদেরকে গ্রেপ্তারের দাবি

জামালপুরে শিশু তারিন (৮) ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদেরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2011, 04:03 AM
Updated : 3 May 2011, 04:03 AM
জামালপুর, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামালপুরে শিশু তারিন (৮) ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্তদেরকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে মানবাধিকার কর্মীরা।
মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করে উপজেলা মানবাধিকার সংরক্ষণ পরিষদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ দাবিতে স্মারকলিপি দেওয়া হয়।
সদর উপজেলার পাতিলাকুড়া গ্রামের শিশু তারিনকে গত ৮ মার্চ পশ্চিমপাড় দিঘুলী গ্রামের হারুন অর রশীদ নামের এক ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে।
ধর্ষণের ১০ দিন পর তারিন মারা যায়।
শিশুটির পিতা এ ব্যাপারে হারুণসহ ছয় জনকে আসামি করে সদর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জহুরুল হক, তরঙ্গ মহিলা সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান ও আইজলের নির্বাহী পরিচালক সাযযাদ আনসারী।
নেতৃবৃন্দ তারিন ধর্ষণ ও হত্যাকারীদেরকে গ্রেপ্তারের দাবি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬০৫ ঘ.