জগন্নাথের প্রথম উপাচার্য সিরাজুল ইসলামের মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য অনুজীব বিজ্ঞানী ড. একেএম সিরাজুল ইসলাম খান মারা গেছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2019, 11:36 AM
Updated : 14 Dec 2019, 11:36 AM

শনিবার গভীর রাতে রাজধানীর একটি হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষকের মৃত্যু হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৭৬ বছর বয়সী এই অধ্যাপক স্ত্রী ও দুই ছেলে-মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান শোক প্রকাশ করেছেন।

ছাত্র-শিক্ষক মহলে এসআই খান নামে সমধিক পরিচিত এই গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ অনুজীব বিজ্ঞানী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি নর্থ সাউথ বিশ্ববিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিনের দায়িত্বও পালন করেছেন।

সিরাজুল ইসলাম খানকে ২০০৬ সালের ৬ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০০৮ সালের ২৬ জুলাই তিনি পদত্যাগ করেন।