চিত্রকে ভারতীয় শিল্পীর প্রদর্শনী

বেনারসের নদীর ধারের সঙ্গে কলকাতার ভোরের রাস্তার চিত্রকে সুরে গাঁথলেন ভারতীয় চিত্রকর সুদীপ রায়।বিমূর্ত ধারার ছবির জন্য বেশ জনপ্রিয় এ শিল্পীর ৫৫তম একক প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর গ্যালারি চিত্রকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 08:16 PM
Updated : 25 Sept 2017, 08:16 PM

সোমবার এ প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অুনষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। উপস্থিত ছিলেন শিল্পী কনক চাঁপা চাকমা ও শিল্পী

মুনীরুজ্জামান। সভাপতিত্ব করেন চিত্র সমালোচক অধ্যাপক মইনুদ্দীন খালেদ।

ঢাকার রিকশা, মসজিদ ও পুরানো ঢাকার ঐতিহ্যবাহী ভবনের ছবিও স্থান পেয়েছে প্রদর্শনীতে।

নিজের চিত্রকর্ম নিয়ে শিল্পী সুদীপ রায় বললেন, “ফেলে আসা জীবন আমাকে টানে। সেসব ছবিতে ধরে রাখতে চাই। তাছাড়া মানুষের জীবনের অবসর এবং কাজের সময়টাও আমি আগ্রহ নিয়ে দেখি, তা তুলে আনতে চেষ্টা করি ক্যানভাসে।”

তার কথার রেশ পাওযা গেল ক্যানভাসে। বিশ্রামরত নারীর ন্যুড শরীর, কলকাতার চায়ের দোকান, মাটির ভাঁড়, বেনারসের নদীর ধারে সাধু, পণ্ডিতের মুখ উঠে এসেছে চিত্রে। পাশাপাশি উঠে এসেছে বেনারসের প্রাচীন ভবনের ক্ষয়ে যাওয়া প্রাচীর, খিলান, টাঙ্গা প্রভৃতি।

ধানমন্ডির (গ্রীন রোড) ৬ নম্বর সড়কে গ্যালারি চিত্রকে এ প্রদর্শনী চলবে ২ অক্টোবর পর্যন্ত। প্রতদিনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।