রাষ্ট্রপতির সঙ্গে রাবি উপাচার্যের সাক্ষাৎ

উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতির মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Sept 2017, 02:55 PM
Updated : 25 Sept 2017, 02:55 PM

সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি উচ্চ শিক্ষায় গবেষণার গুরুত্ব তুলে ধরে উন্নত বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।”

রাষ্ট্রপতি দৈনন্দিন পাঠ্যক্রমের বাইরে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপরও জোর দেন।

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে শিক্ষা সহায়ক পরিবেশ নিশ্চিত করারও আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য আবদুল হামিদ এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের পরবর্তী সমাবর্তনে অংশ নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানায়।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা এসময় উপস্থিত ছিলেন।