পোশাক কর্মীদের প্রশিক্ষণ নিয়ে সেমিনার

পোশাক কারখানার উন্নয়নে নারী কর্মীদের প্রশিক্ষণ নিয়ে সেমিনার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 07:52 PM
Updated : 24 Sept 2017, 07:52 PM

রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র।

এই সেমিনারে ‘চ্যালেঞ্জস অফ চেঞ্জ: ট্রেনিং উইমেন টু ম্যানেজ ইন দ্য বাংলাদেশি গার্মেন্ট সেক্টর’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অতনু রব্বানী।

কেন্দ্রের পরিচালক অধ্যাপক সাদেকা হালিমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশনের প্রধান সমন্বয়ক এবং জেন্ডার স্টাডিজ ক্লাস্টারের প্রধান সিমিন মাহমুদ।