রোহিঙ্গা শিশুদের জন্য এল ইউনিসেফের ত্রাণ

নিপীড়নের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের জন্য ইউনিসেফের ত্রাণ এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 07:23 PM
Updated : 24 Sept 2017, 07:23 PM

জাতিসংঘের এই সংস্থা রোববার জানায়, ১০০ টন ত্রাণ সামগ্রী নিয়ে কোপেনহেগেন থেকে একটি কার্গো বিমান ঢাকায় পৌঁছেছে। এর মধ্যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ত্রিপল ও শিশুদের খেলনাসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।

মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতার মুখে পালিয়ে আসা সোয়া চার লাখ রোহিঙ্গা শরণার্থীর মধ্যে প্রায় অর্ধেকই শিশু বলে অনেকের অনুমান। ইউনিসেফের এই ত্রাণ সহায়তা দিয়ে তাদের জরুরি প্রয়োজন মেটানো যাবে বলে সংস্থাটি আশা করছে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি এদোয়ার্দ বেগবেদার বলেন, “ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগ থেকে রক্ষায় রোহিঙ্গা শিশু ও তাদের পরিবারের সদস্যদের পান করার জন্য বিশুদ্ধ পানি এবং থালা-বাসন ও অন্যান্য সরঞ্জাম পরিষ্কার করার ব্যবস্থা করা সত্যিকার অর্থে জরুরি।”

ইউনিসেফের ত্রাণের পরবর্তী চালানও বাংলাদেশের পথে রয়েছে। সেখানে স্কুল ব্যাগ, তাঁবু, শিশুদের বিকাশে সহায়তামূলক কিটস ও পুষ্টি উপাদানসহ বিভিন্ন জিনিস রয়েছে।

এখন ঢাকা থেকে ট্রাকে করে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে ইউনিসেফের এই ত্রাণ নেওয়া হবে।

রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আগামী তিন মাসের জন্য ৭৩ লাখ ডলারের তহবিলের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।