সহযোগী অধ্যাপক হলেন ৪৯৫ কর্মকর্তা

সহকারী অধ্যাপক পর্যায়ের ৪৯৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহযোগী অধ্যাপক করেছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 06:32 PM
Updated : 13 Nov 2021, 10:47 AM
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে রোববার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

রেওয়াজ অনুযায়ী পদোন্নতি দিয়ে এদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।

মাউশিতে নতুন দুই পরিচালক

দুইজন অধ্যাপককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আব্দুল মালেককে পরিচালক (প্রশিক্ষণ) এবং ঝিনাইদহের সরকারি কে সি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. আব্দুল মান্নানকে মাউশির পরিচালক (মাধ্যমিক) করা হয়েছে।

মাউশির পরিচালক (মাধ্যমিক) হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. এলিয়াছ হোসেনকে বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে বদলি করেছে সরকার।