রোহিঙ্গাদের জন্য ৭০০ টন ত্রাণ পাঠাচ্ছে ভারত

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে ত্রাণ পাঠাচ্ছে ভারত।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 04:42 PM
Updated : 24 Sept 2017, 04:42 PM

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, এই দফায় প্রায় ৭০০ টন ত্রাণ সামগ্রী আসছে। অন্ধ্রপ্রদেশের একটি বন্দরে আইএনএস ঘারিয়াল নামের একটি জাহাজে এসব ত্রাণ সামগ্রী উঠানো হচ্ছে।

সেগুলো নিয়ে জাহাজটি ২৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ত্রাণ সামগ্রীর মধ্যে চাল, ডাল, চিনি, লবণ, ভোজ্য তেল, নুডলস, চা, বিস্কুট ও মশারিসহ অন্যান্য জিনিস রয়েছে।

ভারতীয় হাই কমিশন বলছে, তাদের এই দফার ত্রাণ দিয়ে প্রায় ৬৮ হাজার পরিবারকে সহায়তা করা যাবে।

গত মাসে বাংলাদেশ অভিমুখে রোহিঙ্গাদের ঢল নামার পর প্রায় ১০০ টন ত্রাণ পাঠিয়েছে ভারত।