বাড়তি তাপমাত্রার সঙ্গে বেশি আর্দ্রতায় অস্বস্তিকর গরম

বাড়তি তাপমাত্রার সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় রাজধানীসহ দেশজুড়ে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 01:39 PM
Updated : 24 Sept 2017, 01:39 PM

ভ্যাপসা গরমের এমন আবহাওয়া আরও দুয়েকদিন থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

শরতের মাঝামাঝিতে এই আবহাওয়াকে স্বাভাবিক বলছেন আবহাওয়াবিদরা।

রোববার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যশোরে ৩৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

এখন মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় বিরাজ করছে বলে আবহাওয়া অধিদপ্তরের তথ্য।

আবহাওয়াবিদ মো. শাহীনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাতাসে আর্দ্রতা বেশি, দুদিন ধরে তাপমাত্রাও বাড়তি রয়েছে। তাই গরম বেশি অনুভূত হচ্ছে।”

ঢাকার বাইরে কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে জানিয়ে তিনি বলেন, সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা বাড়বে।

গত ২৪ ঘণ্টায় কক্সবাজারের কুতুবদিয়ায় সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।