জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ১১ জন কারাগারে

জঙ্গি অর্থায়নের অভিযোগে রাজশাহী মহানগরীর হোটেল নাইস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপক নাহিদুদ্দোজা মিঞা ওরফে নাহিদসহ গ্রেপ্তার ১১ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 01:36 PM
Updated : 24 Sept 2017, 01:57 PM

রোববার ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্য আসামিরা হলেন- হেলাল উদ্দিন (২৯), আল আমিন (২৩), ফয়সাল ওরফে তুহিন (৩৭), মঈন খান (৩৩), আমজাদ হোসেন (৩৪), তাজুল ইসলাম (২৭), জাহেদুল্লাহ (২৯), আল-মামুন (২০), আল-আমিন (২৩) ও টলি নাথ (৪০)।

মামলার তদন্ত কর্মকর্তা রূপনগর থানার পরিদর্শক মো. ইলিয়াস আসামিদের আদালতে হাজির করে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদঘাটনের জন্য প্রত্যেকের দশ দিনের রিমান্ড আবেদন করেন।

শুনানির জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আদালত রিমান্ড শুনানির দিন সোমবার ধার্য করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

শনিবার ভোরে ঢাকা, রাজশাহী ও খুলনার বিভিন্ন এলাকা থেকে এদের গ্রেপ্তার করে র‌্যাব-৪ এর অপারেশন দল।