ইমরানের ওপর হামলা: তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৫ অক্টোবর

শাহাবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2017, 09:58 AM
Updated : 24 Sept 2017, 09:58 AM

আগামী ২৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের জন্য দিন রেখেছেন ঢাকা মহানগর হাকিম গোলাম নবী।

রোববার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ছিল। কিন্তু এদিন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই সুজন চন্দ্র দে প্রতিবেদন দাখিল করতে পারেননি বলে জানিয়েছেন ইমরানের আইনজীবী জীবনান্দ জয়ন্ত।

গত ১৭ অগাস্ট সন্ধ্যায় বন্যার্তদের ত্রাণ সহায়তা জোরদারের দাবিতে শাহবাগে জাগরণ মঞ্চের মানববন্ধন কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে।

ইমরানের ভাষ্য, ‘লাঠিসোটা নিয়ে’ এই হামলায়তিনি নিজেসহ চার-পাঁচজন আহত হন।

এ ঘটনায় ওই দিন রাতেই মঞ্চের কর্মী নাসিরউদ্দিন সোহাগ শাহবাগ থানায় মামলাকরেন। মামলায় অজ্ঞাত ১০/১১ জনকে আসামি করা হয়।

এর আগে গত ১৬ জুলাই ঢাকার আদালতপাড়ায় ছাত্রলীগকর্মীদের হামলার শিকার হয়েছিলেন ইমরান এইচ সরকার।