রোহিঙ্গা নিয়ে রাজনীতি করছে বিএনপি: ইনু

বিএনপি দলীয় ফায়দা হাসিলের জন্য রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2017, 05:05 PM
Updated : 22 Sept 2017, 05:05 PM

শুক্রবার ঢাকায় জাসদ জাতীয় কমিটির সভায় তিনি বলেন, বিএনপি ফায়দা হাসিলের রাজনীতি করতে গিয়ে ‘রাজনীতির রোহিঙ্গাকরণ’ করে দেশের ক্ষতি করছে, রোহিঙ্গাদেরও ক্ষতি করছে।

“রোহিঙ্গা ইস্যু ব্যবহার করে ধর্মীয় ও সাম্প্রদায়িক জিগির তুলে অশান্তি তৈরির, উসকানি ও উত্তেজনা ছড়ানোর অপচেষ্টা মোকাবেলা করা হবে।”

সরকারের তথ্যমন্ত্রী ইনু বলেন, “জঙ্গিবাদবিরোধী যুদ্ধের চশমা দিয়েই দেশের রাজনৈতিক পরিস্থিতি দেখতে হবে, রাজনৈতিক করণীয় নির্ধারণ করতে হবে।”

জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও উপদেষ্টামণ্ডলীর সদস্যরা সভায় অংশ নেন।

অন্যদের মধ্যে শিরীন আখতার, রবিউল আলম, অধ্যাপক আনোয়ার হোসেন, আব্দুল হাই তালুকদার, হাবিবুর রহমান শওকত, নাদের চৌধুরী, নুরুল আখতার, আফরোজা হক রীনা, শফি উদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মোহর আলী চৌধুরী, লোকমান আহমেদ, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হান, রোকনুজ্জামান রোকন, গিয়াস উদ্দিন, আব্দুল মতিন, অশোক রায়, মোসলেম উদ্দিন ও রাশেদুল ইসলাম রানা সভায় বক্তব্য দেন।