মগবাজারে তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

রাজধানীর রমনা থানার মগবাজার এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2017, 02:26 PM
Updated : 21 Sept 2017, 04:39 PM

তারা হলেন- আশিকুর রহমান জীবন (৩৩), নাজমুল হাসান ওরফে বিমান (৩২), মো. শরিফুল ইসলাম (৩৭) ও মো. একরামুল হাসান রিপন (৩৮)।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মঙ্গলবার মগবাজার একটি ভবনের দ্বিতীয় তলায় এক তরুণীকে ওই চারজন ধর্ষণ করে বলে তরুণীর অভিযোগ। ওই অফিসটি শরিফুলের ঠিকাদারি প্রতিষ্ঠান।

এই ধর্ষণে ‘জড়িত’ নয়ন নামে আরেক যুবক এখন পলাতক বলে পুলিশ জানায়।

ধর্ষিত ওই তরুণী একজন  নৃত্যশিল্পী। পলাতক নয়ন তার পূর্ব পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

ওই তরুণীর উদ্ধৃত দিয়ে ওসি বলেন, নয়ন তাকে মগবাজার মোড়ে একটি ‘ডিজে পার্টি’তে নাচতে যাওয়ার প্রস্তাব দেয়। নয়ন ওই তরুণীকে আশিকুরের মোবাইল নম্বর দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলেছিল।

ওই তরুণী জানান, নয়নের কথামতো তিনি আশিকুরের সঙ্গে যোগাযোগ করেন এবং মঙ্গলবার রাতে মগবাজার ওয়্যারলেস মোড়ে ওই ভবনের দোতলায় গিয়েছিলেন। সেখানে নাজমুল, একরাম ও শরিফুলকেও দেখতে পান তিনি।

ওই চারজন এরপর ওই তরুণীকে আটকে রেখে রাতভর ধর্ষণ করেন বলে তার অভিযোগ।

পরদিন ওই তরুণী থানায় অভিযোগ করলে পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে।

ওসি বলেন, ওই তরুণী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক জানান, গ্রেপ্তার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম গোলাম নবী।

নাজমুল ও আশিকুরকে দুদিন এবং শরীফুল ও একরামুলের এক দিন হেফাজতের আদেশ দেওয়া হয়েছে।

প্রত্যেককে সাত দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা।

আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নাকচ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ওই আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এপিপি আজাদ রহমান।