রোহিঙ্গা: ফ্রান্সের প্রেসিডেন্টকে এগিয়ে আসার অনুরোধ ইউনূসের

রোহিঙ্গা সংকট নিরসনে মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে অনুরোধ করেছেন নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস।

নিউজ ডেস্ক ফ্রান্সকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 08:03 PM
Updated : 20 Sept 2017, 08:06 PM

বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ফরাসি প্রেসিডেন্টের অংশগ্রহণে একটি বৈঠকে যোগ দিয়ে ইউনূস তাকে এ অনুরোধ জানান বলে ইউনূস সেন্টারের এক বিবৃতিতে বলা হয়েছে।

এতে বলা হয়, মুহাম্মদ ইউনূস রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে ধন্যবাদ জানান। রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন ও সহিংসতা বন্ধ, তাদের স্বদেশ প্রত্যাবর্তন এবং পূর্ণ নাগরিকত্ব দিতে মিয়ানমার সরকারের উপর চাপ প্রয়োগ করতে তার প্রতি অনুরোধ জানান তিনি।

এই সংকটের অবসানের জন্য ফরাসি প্রেসিডেন্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মুহাম্মদ ইউনূসকে আশ্বস্ত করেছেন তিনি।