রাষ্ট্রপতির সাথে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের একটি প্রতিনিধি দল।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2017, 01:41 PM
Updated : 20 Sept 2017, 01:43 PM

বুধবার বিকালে পরিষদের ১১ সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকে বলেন, “রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী উৎসব মুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। তারা এসময় রাষ্ট্রপতিকে দুর্গোৎসবে আমন্ত্রণ জানান।”

প্রেস সচিব জানান, সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে এবং যথাযথ মর্যাদার সাথে পালন করছে।

তিনি বলেন, দুর্গোৎসব হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব। উৎসব মুখর পরিবেশে যাতে এই দুর্গাপূজা পালিত হয় সে ব্যাপারে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সহযোগিতা করবেন বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

আবদুল হামিদ দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে গবেষণার আহ্বান

উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. হারুন-উর রশীদ আসকারী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েল উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পৃথকভাবে বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাক্ষাৎকালে উপাচার্যরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তারা এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কেও রাষ্ট্রপতিকে জানান।”

“উপাচার্যরা বিশ্ববিদ্যালয়ের আবাসনসহ বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগতিা কামনা করেন।”

এসময় রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় উচ্চ শিক্ষার পাদপীঠ।

রাষ্ট্রপতি উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এসময় উপস্থিত ছিলেন।