ঢাকা বিমানবন্দরের সাইনবোর্ড পুড়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাইনবোর্ড আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 06:49 PM
Updated : 19 Sept 2017, 07:11 PM

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে বিমানবন্দরের পঞ্চমতলার দেওয়ালের বাইরের দিকে থাকা সাইনবোর্ডে আগুন লাগলে এপিবিএন সদস্যরা তা নিভিয়ে ফেলে।

আগুনে বিমানবন্দরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং এতে বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়নি বলে নাম প্রকাশ না করার শর্তে জানান ওই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে জানতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরে আগুন লাগার বিষয়ে ফায়ার সার্ভিসকে কেউ খবর পাঠায়নি।

“তবে পরে বিষয়টি জানতে পেরে বিমানবন্দরের নিজস্ব ফায়ার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আমাদের জানায়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর লেখা সাইনবোর্ড থেকে ধোঁয়া বেরোচ্ছিল।

“তখন তারা নিজেইরাই তা নেভায়।”

গত ১১ অগাস্ট বিমানবন্দরের মূল ভবনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের দশটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। এতে দেশের প্রধান এই বিমানবন্দরের কার্যক্রম প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকে, আন্তর্জাতিক রুটের অনেকগুলো ফ্লাইট বিলম্বিত হয়।