খিলগাঁওয়ে তল্লাশি চৌকিতে হামলাচেষ্টা: পিছিয়েছে তদন্ত প্রতিবেদন

ঢাকার খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চৌকিতে ‘বিস্ফোরক বহনকারী’ এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সন্ত্রাস দমন আইনের মামলায় তদন্ত প্রতিবেদন জমার সময় পিছিয়েছে।  

আদালত প্রতিদেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 10:46 AM
Updated : 19 Sept 2017, 11:19 AM

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার এসআই ইমদাদুল হক প্রতিবেদন দিতে ব্যর্থ হলে ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির ১৯ অক্টোবর পরবর্তী দিন রাখেন।

এ নিয়ে পাঁচবার তদন্ত প্রতিবেদন পেছাল।

গত ১৮ মার্চ ভোরে খিলগাঁওয়ের শেখের জায়গা নামক স্থানে তল্লাশি চৌকিতে মোটর সাইকেল আরোহী ওই ব্যক্তি ঢুকে পড়লে র‌্যাব সদস্যরা গুলি চালান। 

হামলাকারীর দেহে বিস্ফোরক বাঁধা থাকায় তাকে আত্মঘাতী জঙ্গি বলে সন্দেহ পুলিশের।

ঘটনার রাতেই র‌্যাব-৩ এর উপ-সহকারী পরিচালক কাজী হাসানুজ্জামান নিহত ব্যক্তিসহ অজ্ঞাত তিনজনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেন।