ওয়ারীতে গণপিটুনিতে ‘ছিনতাইকারীর’ মৃত্যু

রাজধানীর ওয়ারীতে ‘ছিনতাইয়ের সময়’ গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Sept 2017, 08:45 AM
Updated : 19 Sept 2017, 08:45 AM

নিহত মো. নাদিম (৩০) এর বাবা নাম বারেক জমাদ্দার। তার বাড়ির ঠিকানা জানা যায়নি।

মঙ্গলবার সকালে ওয়ারীর কে এম দাস লেনে এ ঘটনা ঘটে বলে বলে জানান ওয়ারী থানার এসআই রাজীব আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সকালে নাদিম  ও তার আরেক সহযোগী মোটর সাইকলে কে এম দাস লেনে এসে এক রিকশারোহীর পথরোধ করে।

এ সময় রিকশার যাত্রী দৌড়ে পালিয়ে গেলেও চালককে ধরে তার সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নেওয়া চেষ্টা করে তারা। রিকশাচালক স্বপন টাকা দিতে না চাইলে তার পিঠে কোপ দেয় ছিনতাইকারীরা।

এসআই রাজীব বলেন, এ সময় স্বপনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে নাদিমকে ধরে পিটুনি দেয়। মোটরসাইকেল নিয়ে তার সহযোগী পালিয়ে যায়।

পুলিশ নাদিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে বেলা ১১টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

ছিনতাইকারীদের কোপে আহত রিকশা চালককে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয় জানিয়ে এই পুলিশ সদস্য জানান, তার পিঠে ১০টির মতো সেলাই লেগেছে।