একুশ অগাস্ট মামলায় কাশ্মিরি জঙ্গির সাফাই সাক্ষ্য

একুশ অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় সাফাই সাক্ষ্য দিয়েছেন কারাগারে থাকা আসামি কাশ্মিরি জঙ্গি নেতা মাজেদ ভাট।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 04:09 PM
Updated : 13 Sept 2017, 04:09 PM

ফাইল ছবি

তিনি বুধবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দীনের কাছে ইংরেজিতে সাফাই সাক্ষ্য দেন বলে এই আদালতের সাঁটলিপিকার ওয়ালিউল ইসলাম বাদল জানিয়েছেন।

মাজেদ ভাট কাশ্মিরের হিজবুল মুজাহিদিনের নেতা। এর আগে তার সাবেক স্ত্রী বাংলাদেশের সিরাজগঞ্জের নাহিদ লায়লা কাঁকন মাজেদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মাজেদ ভাটের সম্পৃক্ততা, ঢাকার মোহাম্মদপুরে তাদের বিভিন্ন বৈঠক, গ্রেনেড সরবরাহ বিভিন্ন বিষয় আদালতে বলেন লায়লা কাঁকন।

ওয়ালিউল ইসলাম বাদল জানান,  মাজেদ এদিন সাফাই সাক্ষ্য শেষ করতে পারেননি। তার বাকী জবানবন্দি ও জেরার জন্য আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর দিন রাখা হয়েছে।