প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন আনু মুহাম্মদ

রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা মুখর তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা অধ্যাপক আনু মুহাম্মদ রোহিঙ্গা সংকট মোকাবেলায় পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 03:12 PM
Updated : 13 Sept 2017, 03:12 PM

মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে তিনি লিখেছেন, “রোহিঙ্গা বিষয়ে প্রধানমন্ত্রী এখন সঠিক অবস্থান নিয়েছেন বলে তাকে ধন্যবাদ জানাই।”

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর চলমান অভিযানের মধ্যে সম্প্রতি তিন লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

মঙ্গলবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে গিয়ে তাদের সহায়তার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ দেশের নাগরিকদের ওপর দমনাভিযান চালানো মিয়ানমার কর্তৃপক্ষের সমালোচনাও করেন তিনি।

তার এই পদক্ষেপের প্রশংসা করলেও ফেইসবুক পোস্টে মতবিরোধপূর্ণ বিষয়গুলো উল্লেখ করে আবারও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ।

তিনি লিখেছেন, “আশা করি, তিনি দেশের ভেতরের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিষয়েও একই রকম সংবেদনশীল ভূমিকা গ্রহণ করবেন, নানা বাহিনীর গুম-খুন-আটক বাণিজ্য বন্ধ করবেন এবং দেশকে রক্ষা করতে রামপালসহ সুন্দরবনবিনাশী সকল প্রকল্প অবিলম্বে বাতিল করবেন।”