কেবিনেট পুড়ে গুলশানে ৮০০ ফোন অচল

গুলশানে একটি টেলিফোন কেবিনেট আগুনে পুড়ে যাওয়ায় গুলশান এক্সচেঞ্জের প্রায় ৮০০ ফোন তিন দিন ধরে অচল হয়ে আছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 01:23 PM
Updated : 13 Sept 2017, 01:23 PM
রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গুলশান টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ১২ নম্বর কেবিনেট (গুলশান রোড নং ৫১/৫৪, গুলশান-২, ঢাকা সংলগ্ন) সোমবার পুড়ে যাওয়ায় সেটির মাধ্যমে সংযোজিত স্থানীয় প্রায় ৮০০ টেলিফোন অচল হয়ে পড়ে।  

টেলিফোন সংযোগ পুনরায় চালু করতে নতুন কেবিনেট স্থাপনের কাজ শুরু হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে  সংযোগগুলো চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।