মিরপুরে ম্যানহোলে নিখোঁজ তরুণের লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরের রূপনগরে ম্যানহোল পরিষ্কার করতে নেমে পানির তোড়ে ভেসে যাওয়া তরুণের লাশ উদ্ধার হয়েছে।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2017, 01:08 PM
Updated : 13 Sept 2017, 01:31 PM

প্রায় ২৪ ঘণ্টা পর বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ২৫ ফুট দূরে ওই তরুণের লাশ পাওয়া যায় বলে ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশন অফিসার আব্দুল্লাহ আল আরেফিন জানান।

আনুমানিক ১৯ বছর বয়সী ওই তরুণের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকালে মিরপুর ৬ নম্বর সেকশনে প্রশিকা ভবনের কাছে চলন্তিকা মোড়ে ম্যানহোলে নেমে হারিয়ে যান এই তরুণ।

ফায়ার সার্ভিস কর্মীরা এসে রাত ১০টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তার হদিস না পেয়ে রাতে অভিযান স্থগিত রাখে। বুধবার সকাল থেকে ফের তল্লাশি চালিয়ে বিকালে তার লাশ পায়।

ফায়া সার্ভিস কর্মকর্তা আরেফিন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ওই এলাকার একটি গার্মেন্টের কর্মচারীরা ওই তরুণকে ম্যানহোলের ময়লা পরিষ্কার করতে নামিয়েছিলেন।

“কিছু ময়লা পরিষ্কার করার পর পানির স্রোত বেড়ে যায় এবং তার টানে সে আরও ভেতরে ঢুকে যায়।”

ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে রূপনগর থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান।