শাহজাহানপুর রেল কলোনিতে কম্বল পেঁচানো লাশ

ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির এক বাসা থেকে এক ব্যক্তির কম্বল পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 05:03 AM
Updated : 24 August 2017, 05:03 AM

মো. করিম নামের ৬৫ বছর বয়সী ওই ব্যক্তি কমলাপুর মাজারের কাছে পান-সিগারেটের দোকান চালাতেন।

বুধবার রাতে রেলওয়ে ডরমেটরির একটি ভবনের নিচতলার কক্ষের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয় বলে শাহজাহানপুর থানার এসআই মো. মনিরুজ্জামান জানান।

তিনি বলেন, “করিমের অণ্ডকোষে জখমের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করে লাশ কম্বল পেঁচিয়ে খাটের ওপর ফেলে রেখে খুনিরা বাইরে থেকে ঘরে তালা দিয়ে গেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি।”

করিমের ছেলে ইলিয়াসের বরাত দিয়ে এসআই মনিরুজ্জামান বলেন, ওই বাসায় করিম একাই থাকতেন। সেখানে দোকানের মালামালও রাখতেন।

ঘর থেকে মালামাল বা টাকা খোয়া গেছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

করিমের গ্রামের বাড়ি চট্টগ্রামে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।