ঢাবির সাংবাদিকদের ইংরেজিতে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ

বিভিন্ন সংবাদমাধ্যমের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে প্রশিক্ষণ দেবে ব্রিটিশ কাউন্সিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 06:03 PM
Updated : 22 August 2017, 06:06 PM

বুধবার থেকে চার দিনের এই প্রশিক্ষণ কর্মশালা ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিল কার্যালয়ে শুরু হবে বলে ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি ফরহাদ উদ্দীন জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) তত্ত্বাবধানে এ কর্মশালায় ২০ জন সাংবাদিক অংশ নেবেন।

বিশ্বব্যাপী সাংস্কৃতিক সম্পর্ক বিনির্মাণ ও উচ্চ শিক্ষায় সুযোগ তৈরিতে প্রতিষ্ঠার পর থেকে কাজ করে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে সাংবাদিকদের জন্য নানা প্রশিক্ষণেরও আয়োজন করে থাকে।

এরই অংশ হিসেবে ‘ইংলিশ স্পোকেনের’ উপর এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে বলে ব্রিটিশ কাউন্সিল কর্মকর্তারা জানান।