রাষ্ট্রপতির সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের পিয়েরে মায়াদোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 12:00 PM
Updated : 22 August 2017, 12:00 PM

মঙ্গলবার বিকালে বিদায়ী ইইউ রাষ্ট্রদূত বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, “রাষ্ট্রপতি সাফল্যের সাথে দায়িত্ব পালনের জন্য ইইউ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। এসময় রাষ্ট্রপতি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। একই সাথে বাংলাদেশে বড় বৈদেশিক বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদার।”

রাষ্ট্রপতি বলেন, ইইউতে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে।

ভবিষ্যতে বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে আশা প্রকাশ করেন তিনি।

প্রেস সচিব জানান, ইইউ রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আর্থ সামাজিক উন্নয়নে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করেন বলেও জানান প্রেস সচিব।