সংসদের সপ্তদশ অধিবেশন বসছে ১০ সেপ্টেম্বর

জাতীয় সংসদের সপ্তদশ অধিবেশন বসছে আগামী ১০ সেপ্টেম্বর। ওই দিন বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2017, 11:21 AM
Updated : 9 Sept 2017, 02:58 PM

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।

এর আগে গত ১৩ জুলাই শেষ হয় সংসদের ষোড়শ অধিবেশন। ওই অধিবেশনেই চলতি অর্থবছরের বাজেট পাস হয়।

সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সপ্তদশ অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদসচিবালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

অধিবেশনের আগে কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি ঠিক করা হবে।

এদিকে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে চলমান আলোচনার প্রভাব এই অধিবেশনেও পড়তে পারে। সোমবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিয়ে সংসদে আলোচনার ইঙ্গিত দিয়েছেন।

গত অধিবেশনে ৯ জুলাই বিষয়টি সংসদে দুই ঘণ্টারও বেশি অনির্ধারিত আলোচনা হয়।