ঈদুল আজহা কবে, জানা যাবে বুধবার

এ বছর ঈদুল ‍আজহার তারিখ জানা যাবে বুধবার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 12:46 PM
Updated : 21 August 2017, 01:30 PM

১৪৩৮ হিজরি সনের ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও জিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ কমিটির বৈঠক হবে ওইদিন সন্ধ্যায়।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ।

নিয়ম অনুসারে বুধবার বাংলাদেশের আকাশে জিলহজের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসাবে ২ সেপ্টেম্বর ঈদ হবে।

বাংলাদেশ আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ নম্বরে টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।