বার্সেলোনায় হামলার নিন্দায় বাংলাদেশ

স্পেনের পর্যটন নগরী বার্সেলোনায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2017, 07:19 PM
Updated : 18 August 2017, 07:19 PM

পর্যটকদের কাছে আকর্ষণীয় লা রামব্লায় বৃহস্পতিবার গাড়ি নিয়ে ওই হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৫০ জন আহত হন।

এ ঘটনায় দেশটির শোকার্ত জনগণের প্রতি সহানুভূতি জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের প্রেসিডেন্টের কাছে একটি বার্তা পাঠিয়েছেন বলে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

চিঠিতে শেখ হাসিনা বলেন, “এ সন্ত্রাসী হামলার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত ও ক্ষুব্ধ।

“আমি, বাংলাদেশ সরকার এবং এ দেশের জনগণ ওই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে স্পেন সরকার ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।”                 

শেখ হাসিনা বলেন, “সন্ত্রাসীরা সন্ত্রাসীই। ধর্ম-বর্ণ বা ধর্ম বিশ্বাস নির্বিশেষে কোন সভ্য সমাজেই এদের স্থান হতে পারে না। সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবার সঙ্গে আছি।”

স্পেনের প্রেসিডেন্টকে পাঠানো ওই চিঠিতে শেখ হাসিনা হামলার ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর প্রতিও সমবেদনা প্রকাশ করেন। 

পর্যটকদের কাছে জনপ্রিয় লা রামব্লায় ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেওয়ার ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলছে কাতালান পুলিশ। হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটকের কথা জানিয়েছে তারা।

গত বছর ১৪ জুলাই ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে যোগ দিতে আসা মানুষের ভিড়ে ট্রাক উঠিয়ে ৮৬ জনকে হত্যার ১৩ মাসের মাথায় একই কায়দায় বার্সেলোনায় হামলা হল। 

আইএস এর দায় স্বীকার করে বলেছে, তাদের ‘সৈনিকরা’ এই হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব নেতারা বার্সেলোনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।