শিক্ষা ক্যাডারের ২৭৪ কর্মকর্তা অধ্যাপক হলেন

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক পর্যায়ের ২৭৪ জন কর্মকর্তাকে অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 03:29 PM
Updated : 14 Nov 2021, 11:40 AM
এদের মধ্যে ২৭০ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

আর লিয়েন, ডেপুটেশন ও শিক্ষা ছুটিতে থাকা চার কর্মকর্তার ছুটি শেষ হলে তাদের পদোন্নতির আদেশ জারি করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

অর্থনীতি বিভাগের ২১ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১৮ জন, ইংরেজির ৭ জন, ইতিহাসের ২০ জন, উদ্ভদবিদ্যার ২০ জন, গণিতের ১৫ জন এবং দর্শন বিভাগের ২২ জন শিক্ষক অধ্যাপক হিসেবে পদোন্নতি পেছেন।

এছাড়া পদার্থবিদ্যা বিভাগের ১২ জন, প্রাণিবিদ্যার ১৬ জন, বাংলার ১৫ জন, ব্যবস্থাপনার ২১ জন, রসায়নের ১৩ জন, রাষ্ট্রবিজ্ঞানের ২১ জন, সমাজকল্যাণের ৭ জন, হিসাববিজ্ঞানের ১৭ জনসহ আরও কয়েকটি বিষয়ের মোট ২৭৪ জন সহযোগী অধ্যাপক পদোন্নতি পেয়েছেন।