বাড্ডায় সুবর্ণা হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

রাজধানীর উত্তর বাড্ডায় চার বছরের শিশু সুবর্ণা রানী মৃধাকে হত্যার ঘটনায় তার খালাতো ভাইসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2017, 01:01 PM
Updated : 17 August 2017, 01:37 PM

বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ছয় বছর আগের এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- নিহত সুবর্ণা রাণীর খালাতো ভাই মানিক কুমার দাস ও তার বন্ধু প্রকাশ চন্দ্র দাস।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিতে পারলে তাদের আরও এক বছর জেল খাটতে হবে।

দুই আসামির মধ্যে মানিক রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর আসামি প্রকাশ পলাতক।

আসামিদের সর্বোচ্চ সাজার আদেশ না হওয়ায় রায়ের পর অসন্তোষ প্রকাশ করেন সুবর্ণার বাবা ভবদীশ চন্দ্র মৃধা।

তিনি বলেন, “তারা যত বড় অন্যায় করেছে, ফাঁসি না হলে তার বিচার হয় না।”

মামলার নথি থেকে জানা যায়, আসামি মানিক তার খালা রীনা রানীর বাসায় থাকতেন। তার খালু কাঠমিস্ত্রি ভবদীশ চন্দ্র মৃধার সহযোগী হিসেবে কাজ করতেন।

ভবদীশের তিন মেয়ের মধ্যে বড় মেয়ে সুস্মিতাকে মানিক বিয়ের প্রস্তাব দিলে তাকে বাসা থেকে বের করে দেন রীনা।পরে ২০১১ সালের ৩০ অক্টোবর মানিক তার বন্ধু প্রকাশকে নিয়ে আবার ওই বাসায় যান।

মামলার এজাহারে বলা হয়, মানিক কুড়াল দিয়ে তার খালার মাথায় আঘাত করলে ৩৫ বছর বয়সী রীনা সংজ্ঞা হারান। এরপর তারা রীনার দুই শিশুকন্যা সুবর্ণা রানী (৪) ও স্বর্ণা রানীকে (২) লাঠি দিয়ে পিটিয়ে ঘরে থাকা এক লাখ টাকা নিয়ে দুই আসামি চলে যায়।

পরে প্রতিবেশীরা এসে মা ও দুই মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভবদীশ চন্দ্র মৃধা ওই দিনই বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ।

এরপর ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আদালত দুই আসামির বিচার শুরু করে। বাদীপক্ষে ১৫ জনের সাক্ষ্য শুনে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করল।