অভিযোগ ছাড়া কোরবানির পশুর ট্রাক থামানো যাবে না: আইজিপি

সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক না থামাতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 07:27 PM
Updated : 16 August 2017, 07:32 PM

বুধবার পুলিশ সদরদপ্তরে ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এই নির্দেশ দেন।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে বলেছেন আইজিপি।

“সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া মহাসড়কে কোরবানির পশুবাহী ট্রাক থামানো যাবে না।”

সভায় নির্ধারিত ঘাট ব্যতীত কোরবানির পশু উঠানামা রোধ, পশুরহাটে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, পশুর হাট ইজারাদার কর্তৃক হাসিল হার প্রদর্শন, নির্ধারিত হারের অতিরিক্ত হাসিল আদায়ের না করা, কোরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা, জাল নোট সনাক্তকরণ মেশিন স্থাপন ও যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়েও সিদ্ধান্ত হয়।

বন্যা দুর্গত এলাকায় কোরবানির বা গৃহপালিত পশুর নিরাপত্তার জন্য কমিউনিট পুলিশকে কাজে লাগাতে নির্দেশ দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যক্রমে নিবিড়ি নজরদারি চালানোর কথাও বলা হয়।

সভায় অতিরিক্ত আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, মো. মোখলেসুর রহমান, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।