সাংবাদিকদের ‘মুখে কালো কাপড়’ কর্মসূচি

নবম ওয়েজ বোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার, তথ্যমন্ত্রীর অপসারণের দাবিতে আগামী ২০ অগাস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 07:24 PM
Updated : 16 August 2017, 07:24 PM

বুধবার প্রেস ক্লাবের সামনে সমাবেশে ডিইউজে সভাপতি শাবান মাহমুদ এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “অর্থমন্ত্রী ও তথ্যমন্ত্রী বারবার সাংবাদিক সমাজকে অপমান করেছেন। একদিকে অর্থমন্ত্রী সাংবাদিকদের সম্পর্কে অশোভন মন্তব্য করছেন, অন্যদিকে তথ্যমন্ত্রী নবম ওয়েজবোর্ড ঘোষণা না দিয়ে সাংবাদিক সমাজকে তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন।

“এই অবস্থায় দুই মন্ত্রী যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থানে থাকবেন ততক্ষণ সাংবাদিকদের আন্দোলন অব্যাহত থাকবে।”

সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সাবেক মহাসচিব আব্দুল জলিল ভুইয়া, ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ এর সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সভাপতি কে এম শহীদুল হক।