শোক দিবসে আদ্-দ্বীন হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা

জাতীয় শোক দিবস ৫ হাজারের বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবার দেওয়ার দাবি করেছে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 07:19 PM
Updated : 16 August 2017, 07:31 PM

বুধবার হাসপাতালটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিভিন্ন শাখায় পাঁচসহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েকজনের চোখের ছানী অপারেশন করা হয়।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের ব্যবস্থাপক (প্রশাসন) তারিকুল ইসলাম মুকুলজানান, ঢাকা ছাড়াও খুলনা, যশোর ও কুষ্টিয়ায় এসব রোগীদের চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে খুলনা ও যশোরে ৪৩ জনের চোখের ছানী অপারেশন করা হয়েছে।

ঢাকার মগবাজার, দক্ষিণ কেরানীগঞ্জ, পোস্তগোলায়, যশোরে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল, আদ্-দ্বীন চক্ষু হাসপাতাল, আদ্-দ্বীন শিশু হাসপাতালে এবং কুষ্টিয়ায় আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন শাখায় মোট পাঁচহাজার ৪২জনকে বিনামূল্যে সেবা দেওয়া হয় বলে জানানো হয়।