ডিএসসিসি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দুদকের

ঘুষের টাকাসহ গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা তোফাজ্জল হোসেন জমাদ্দারের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2017, 11:16 AM
Updated : 16 August 2017, 11:16 AM

বুধবার কমিশন এই অনুমোদন দেয় বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান।

রাজধানীর কলাবাগান থানার নর্থ সার্কুলার রোডের ভূতেরগলির বাসিন্দা মোস্তফা মো. আলীর কাছ থেকে ঘুষ নেওয়ার সময় গত ১৬ ফেব্রুয়ারি তোফাজ্জল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় তার সঙ্গে ঘুষের ২০ হাজার টাকা পাওয়া যায়। একই সময় তার কাছ থেকে আরও ২ লাখ টাকা উদ্ধারের কথা জানিয়েছিলেন দুদক কর্মকর্তরা।

মামলায় অভিযোগ করা হয়, কর কর্মকর্তা তোফাজ্জল হোসেন কলাবাগানের বাসিন্দা মোস্তফা মো. আলীর নামে অধিক কর আরোপ করেন। পরে সেই কর কমানোর শর্তে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন তিনি।

ঘটনার দিন ঘুষের টাকার মধ্যে ২০ হাজার টাকা গ্রহণের সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় গত ১৬ ফেব্রুয়ারি কলাবাগান থানায় দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কর কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন।